একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ৬ মে হওয়ার দিন ঠিক করেছেন সর্বোচ্চ আদালত।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি শুরু হয়েছে। রিভিউ আবেদন থেকে সরাসরি আপিল শুনানির ঘটনাটি বাংলাদেশের বিচার ইতিহাসে এই প্রথম।
মঙ্গলবার (২২ এপ্রিল) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চে শুনানির জন্য মামলাটি কার্যতালিকার ২৮ নম্বরে রাখা হয়। পরে আদালত শুনানির জন্য দিন নির্ধারণ করেন।
আজহারের পক্ষে তাঁর আইনজীবীরা যুক্তি দেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ না করে এই বিচার হয়েছে। তাঁদের ভাষায়, বিচারকাজে পক্ষপাতিত্ব ও প্রক্রিয়াগত ত্রুটি ছিল, যা ন্যায়বিচারের পরিপন্থী।
এর আগে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রংপুর অঞ্চলে সংঘটিত হত্যা, ধর্ষণসহ নৃশংস মানবতাবিরোধী অপরাধের দায়ে আজহারকে মৃত্যুদণ্ড দেয়। তখন তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ছিলেন।
এই রায়ের বিরুদ্ধে আপিল করেন তিনি। ২০১৯ সালের ২৩ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাঁর মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে। এরপর তিনি রিভিউ আবেদন করেন, যেটি খারিজ হওয়ার পর নতুন করে শুনানির সুযোগ চেয়ে আবেদন করেন। এবার সেই আবেদন গৃহীত হয়েছে এবং শুনানি শুরু হলো।
মানবতাবিরোধী অপরাধের মামলায় রিভিউ শেষে নতুন করে আপিল শুনানির সুযোগ এটাই প্রথম, যা বিচার ব্যবস্থায় এক দৃষ্টান্ত তৈরি করলো।