স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেনকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ৮ এপ্রিল এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়, যা সোমবার প্রকাশ্যে আসে।
তবে মোয়াজ্জেম হোসেন জানিয়েছেন, এটি অপসারণ নয়, তিনি নিজেই পদত্যাগ করেছেন। স্থায়ী সরকারি চাকরির প্রস্তুতির জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, গত ১০ মার্চ একটি ব্যাংকের লিখিত পরীক্ষার ফলাফলে তিনি উত্তীর্ণ হন। এরপর বিসিএস লিখিত পরীক্ষার তারিখ নির্ধারিত হয় ৮ মে এবং ব্যাংকের মৌখিক পরীক্ষা (ভাইভা) ২২ মে। এই পরিস্থিতিতে গত ২৫ মার্চ তিনি উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন। উপদেষ্টা তা ৮ এপ্রিল গ্রহণ করেন এবং নিয়ম অনুসারে পরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হয়।
মোয়াজ্জেম অভিযোগ করেন, গণমাধ্যমে তার পদত্যাগকে ‘অপসারণ’ বলে প্রকাশ করা হয়েছে, যা সঠিক নয়। তিনি সেই সঙ্গে তার পদত্যাগপত্র ও প্রজ্ঞাপনের কপিও সামাজিক মাধ্যমে শেয়ার করেন।
এ বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদও স্পষ্ট করেন, মোয়াজ্জেম হোসেন পদত্যাগ করেছেন, তাকে অপসারণ করা হয়নি। তিনি বলেন, কেউ যদি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে কোনো অভিযোগ জানাতে চান, তবে তা নির্দিষ্ট ইমেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৪ আগস্ট মোয়াজ্জেম হোসেনকে সহকারী একান্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়। নিয়োগপত্রে উল্লেখ ছিল, উপদেষ্টা যতদিন এই পদে থাকবেন বা যতদিন তিনি মোয়াজ্জেম হোসেনকে বহাল রাখতে ইচ্ছুক হবেন, ততদিনই এই নিয়োগ কার্যকর থাকবে।
মোয়াজ্জেম হোসেনের বাড়ি মাগুরার মোহাম্মদপুর উপজেলার দক্ষিণপাড়া গ্রামে। তার বাবার নাম মো. আজিজার মন্ডল এবং মায়ের নাম আনোয়ারা বেগম।