কান চলচ্চিত্র উৎসব ২০২৫-এর রেড কার্পেটে বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চনের উপস্থিতি ছিল সবার আলোচনার কেন্দ্রে। সাদা-সোনালি রঙের ঐতিহ্যবাহী বানারসি শাড়ি, ঝলমলে গহনা আর তার মাথাভর্তি সিঁদুর—সবমিলিয়ে যেন এক রাজকীয় আবির্ভাব। তার এই চিরাচরিত ভারতীয় সাজ আন্তর্জাতিক অঙ্গনে যেমন নজর কেড়েছে, তেমনি ঘরোয়া গুঞ্জনেও দিয়েছে নতুন মাত্রা।
ঐশ্বরিয়া এবার পরেছিলেন মণিশ মালহোত্রার ডিজাইন করা একটি বিশুদ্ধ কদও বানারসি শাড়ি, যার রঙ ছিল রোজ গোল্ড ও সিলভার জড়ির মিশেলে তৈরি। তার রত্নালঙ্কার ছিল চোখধাঁধানো—৫০০ ক্যারেট রুবি এবং হীরে দিয়ে তৈরি। তবে আলোচনার আসল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে তার মাথাভর্তি সিঁদুর, যা অনেকেই তার ব্যক্তিগত জীবনের বার্তা হিসেবে ব্যাখ্যা করছেন।
গায়ে জড়িয়েছিলেন মণীষ মলহোত্রার ডিজাইন করা শাড়ি
ঐশ্বরিয়া রাই বচ্চন, যিনি ২০০২ সালে ‘দেবদাস’ সিনেমার মধ্য দিয়ে কান চলচ্চিত্র উৎসবে প্রথম উপস্থিত হন। এবারের উৎসবে অভিনেত্রী গায়ে জড়িয়েছেন মণীষ মলহোত্রার তৈরি আইভরি রঙের (হালকা সাদা) বেনারসি শাড়ি। শাড়ির সঙ্গে সোনালি রঙের কাজ করা ব্লাউজ। গহনার জন্যও তিনি বেছে নিয়েছেন মণীষ মলহোত্রার ডিজাইন করা জুয়েলারি। তার গলায় যে হারটি ছিল, তাতে ছিল ৫০০ ক্যারেটের বেশি মোজাম্বিক রুবি এবং আনকাট হীরা। এছাড়াও তিনি পরেছিলেন নজরকাড়া আংটি।
‘অপারেশন সিঁদুর’ না কি বিচ্ছেদের গুজবের জবাব?
ঐশ্বরিয়ার এই সিঁদুরপূর্ণ রূপকে কেউ কেউ ভারতের সাম্প্রতিক ‘অপারেশন সিঁদুর’-এর প্রতি শ্রদ্ধা বলে মনে করছেন। আবার কেউ কেউ এটিকে তার ও অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদ সম্পর্কিত গুজবের বিরুদ্ধে এক নীরব বার্তা হিসেবে দেখছেন। যদিও এ নিয়ে ঐশ্বরিয়া বা বচ্চন পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদের গুঞ্জন শোনা যায় বছরে জুড়ে। দীর্ঘদিন ধরে একসঙ্গে কোনো অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় না তারকা জুটির। দুইজনের মধ্য সম্পর্কের কাদা ছোড়াছুড়ি নিয়ে সমালোচনার অন্ত নেয়। এবার বিচ্ছেদের গুঞ্জনকে উড়েয়ি দিতে দেখা গেল সাবেক বিশ্ব সুন্দরীকে। মাথা ভর্তি সিদুঁর দিয়ে কানের লাল গালিচায় হাজির হয়েছেন। ঐশ্বরিয়া যেন প্রমাণ করলেন তারকা জুটির সম্পর্কে কোনো চিড় ধরেনি।
গত ২০০৭ সালে সাতপাকে বাঁধা পড়েন অভিষেক-ঐশ্বরিয়া। বিগত কয়েক বছর থেকেই বিচ্ছেদের গুঞ্জনে ভারী হয়ে ওঠে বি-টাউন। বলিপাড়ার অলিগলিতে কান পাতলেই শোনা যাচ্ছিল মনখারাপ করা খবর। অবশ্য গতমাসে বিবাহবার্ষিকীর সময় থেকে সম্পর্ক যেন অন্য দিকে মোড় নিয়েছে। বিবাহবার্ষিকীতে মেয়ে-সহ তাদের দু’জনের মিষ্টি ছবি পোস্ট করছিলেন অভিনেত্রী। আবার সম্প্রতি মুম্বইয়ের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে তাদের। ‘কজরা রে’ গানের তালে নাচতেও দেখা গিয়েছিল প্রাক্তন বিশ্বসুন্দরীকে।