ভেড়ামারায় জাতীয় পার্টির (কাজী জাফর) বিশাল জনসভা

ডিসেম্বরে নির্বাচন দাবি আহসান হাবীব লিংকনের

New-Project-3-13.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় পার্টি (কাজী জাফর) এর উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর মুকুল ক্লাব মাঠে অনুষ্ঠিত এই জনসভায় দলের হাজারো নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি (কাজী জাফর) এর মহাসচিব ও সাবেক সংসদ সদস্য আহসান হাবীব লিংকন। তিনি বলেন, “তালবাহানা করে লাভ নেই, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।”

তিনি বলেন, “তারেক রহমান যদি রাষ্ট্র ক্ষমতায় আসেন, তাহলে তিনি হবেন সর্বকালের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। গত ৯ মাসে তিনি যেভাবে রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, তা তার শত্রুরাও প্রশ্নবিদ্ধ করতে পারেনি। দলের চেয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে যিনি অন্যায়কারীদের বহিষ্কার করতে দ্বিধা করেন না, তিনিই যোগ্য নেতা।”

আহসান হাবীব লিংকন আরও বলেন, “আমি তারেক রহমানের মনোনীত প্রার্থীর পক্ষে হকারের মতো কাজ করব। আমরা রাজনীতি করি দেশের শ্রেষ্ঠ সন্তানকে রাষ্ট্রক্ষমতায় আনার জন্য, ক্ষমতার লোভে নয়।”

ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে তিনি বলেন, “তিনি একজন সম্মানীয় ব্যক্তি হলেও রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ। ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। এখন নিরপেক্ষ নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে হবে।”

তিনি বলেন, “ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন, এটা ছিল তার জন্য চরম অপমান। শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অহংকার করে যা বলেছিলেন, তার বিচার আল্লাহ করেছেন।”

জনসভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির (কাজী জাফর) কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীর হাফিজ লালু, আজমত হোসেন মনি, এমএ আলম চাঁদ, খন্দকার রেজাউনুর রহমান অঞ্জন, মোজাম্মেল হক জোয়াদ্দার, সাহাবুল ইসলাম প্রমুখ। সভার সভাপতিত্ব করেন জিয়াউল হক জি এম এবং সঞ্চালনা করেন সুমন বিশ্বাস।

স্থানীয় নেতৃবৃন্দ এই জনসভাকে সরকারের বিরুদ্ধে গণআন্দোলনের প্রারম্ভিক ধাপ হিসেবে উল্লেখ করেন। তাঁরা আগামী দিনে সংগঠনের নেতৃত্বে রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

 

Leave a Reply

scroll to top