নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন উপদেষ্টা মাহফুজ

New-Project-34-1.png

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সম্প্রতি তার আগের দেওয়া বক্তব্যের কিছু অংশের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি স্বীকার করেছেন যে তার দেওয়া বক্তব্যে কিছু শব্দ বা অংশ বিভাজনমূলক ছিল, যা তিনি অনিচ্ছাকৃত বলে উল্লেখ করেছেন। আজ বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দুঃখ প্রকাশ করেন তিনি।

‘ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়’ শিরোনামের ফেসবুক পোস্টে উপদেষ্টা মাহফুজ আলম লেখেন, ‘দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। আগেকার যে কোনো বক্তব্য ও শব্দচয়ন, যা বিভাজনমূলক ছিল- সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সরকারে আর একদিনও থাকলে অভ্যুত্থানের সব শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই।’

উপদেষ্টা লেখেন, ‘পুরাতন বন্দোবস্তের বিভেদকামী স্লোগান ও তকমাবাজি, যা বৃহত্তর জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলে, সেগুলো পরিহার করলেই আশা করি ভবিষ্যৎ রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হবে।’

পোস্টে মাহফুজ আলম আরও লেখেন, ‘বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী। সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান হুমকির মুখে। দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন, তাদের সামনে দীর্ঘ পরীক্ষা। এ পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের। এ পরীক্ষা উতরে যেতেই হবে।’

সম্প্রতি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে দেয়া একাধিক ফেসবুক পোস্টে জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবিরের সঙ্গে বিতর্কে জড়ান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তবে এতে কোনো প্রতিক্রিয়া না আসলেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিয়ে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বিএনপি। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছে দলটি।

তবে এমন এক সময়ে তিনি দুঃখ প্রকাশ করলেন, যখন তার পূর্ববর্তী বক্তব্য নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক বিতর্ক চলছিল। ফলে মাহফুজ আলমের এই পদক্ষেপকে পরিস্থিতি শান্ত করার একটি প্রচেষ্টা হিসেবে দেখছেন কেউ কেউ।

Leave a Reply

scroll to top