আসন্ন ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ৭ জুনকে সামনে রেখে আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের স্বস্তি নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন ঈদের প্রথম দিনের (৩১ মে) ট্রেনের আসন বিক্রি করা হবে।
জানা গেছে, যাত্রীদের সুবিধার্থে এবার শতভাগ টিকিট অনলাইনে পাওয়া যাবে। এর ফলে লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পোহাতে হবে না, ঘরে বসেই নিশ্চিন্তে পছন্দের ট্রেনের টিকিট কাটতে পারবেন যাত্রীরা। ঈদ উপলক্ষে ট্রেনের টিকিটের চাহিদা ব্যাপক থাকে, তাই দ্রুত টিকিট সংগ্রহের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
আজ বুধবার (২১ মে) সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে। এবার শুধু ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোর জন্য আসন নির্ধারিত রয়েছে ৩৩ হাজার ৩১৫টি। ঈদ উপলক্ষ্যে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা যায়।
রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, যাত্রীরা যাতে নির্বিঘ্নে টিকিট সংগ্রহ করতে পারেন, সে জন্য অগ্রিম টিকিট বিক্রির একটি সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে- ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মে’র টিকিট বিক্রি হবে ২১ মে; ১ জুনের টিকিট বিক্রি হবে ২২ মে; ২ জুনের টিকিট বিক্রি হবে ২৩ মে; ৩ জুনের টিকিট বিক্রি হবে ২৪ মে; ৪ জুনের টিকিট বিক্রি হবে ২৫ মে; ৫ জুনের টিকিট বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের টিকিট আগামী ২৭ মে বিক্রি হবে। এই সময়সূচি মেনে টিকিট সংগ্রহ করলে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পারবেন যাত্রীরা।
সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগের সাত দিনের ট্রেনের আসনের টিকিট এই বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে। তবে, এই অগ্রিম টিকিটের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে: একবার কেনা টিকিটগুলো কোনো অবস্থাতেই ফেরত দেওয়া যাবে না। তাই টিকিট কেনার আগে যাত্রীদের তাদের ভ্রমণের পরিকল্পনা সম্পর্কে নিশ্চিত হতে হবে।
এছাড়া, প্রতিজন টিকিটপ্রত্যাশী একবারে চারটি আসনের টিকিট একসঙ্গে কিনতে পারবেন। এই নিয়মটির মাধ্যমে একটি পরিবার একসঙ্গে টিকিট কিনতে পারবে। এই পদক্ষেপটি ঈদের সময় যাত্রীদের চাপ সামলাতে এবং সবার জন্য একটি সুশৃঙ্খল ভ্রমণের অভিজ্ঞতা নিশ্চিত করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।