নতুন অর্থবছরে রিটার্নে কোরবানির পশুর হিসাব বাধ্যতামূলক

New-Project-35-3.jpg

রিটার্নে কোরবানির পশুর হিসাব বাধ্যতামূলক

২৪ ঘণ্টা বাংলাদেশ

আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আয়কর রিটার্ন জমায় আসছে নতুন নিয়ম। এক লাখ টাকার বেশি দামের কোরবানির পশু কিনলে তা আয়কর রিটার্নে উল্লেখ করা বাধ্যতামূলক হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, রিটার্ন ফরমে সব তথ্য পূরণ না করলে তা গ্রহণযোগ্য হবে না।

সূত্রের খবর

সূত্র জানায়, রিটার্নে মিথ্যা বা অসম্পূর্ণ তথ্য দেওয়া যাবে না, কোনো তথ্য গোপন করাও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। এ লক্ষ্যে নতুন অর্থবছর থেকে কেবল অনলাইনেই রিটার্ন জমা দেওয়া যাবে। ই-টিআইএনধারী হলেও করযোগ্য আয় না থাকলে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। নিয়ম না মানলে জেল-জরিমানা, হিসাব জব্দ ও মামলা করার বিধান বাজেটে রাখা হচ্ছে।

এনবিআর চেয়ারম্যানের বক্তব্য

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, “বর্তমানে ই-টিআইএনধারীদের মধ্যে মাত্র ৪০ শতাংশ রিটার্ন জমা দেন। ম্যানুয়ালি জমা দেওয়া রিটার্নে অধিকাংশ সময় প্রয়োজনীয় তথ্য দেওয়া হয় না। আগামী অর্থবছর থেকে অনলাইন ফরম এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে সব ঘর পূরণ না করলে রিটার্ন সাবমিট করা সম্ভব না হয়।”

তিনি জানান, উৎসব খরচের অংশ হিসেবে কোরবানির পশু কেনার ব্যয় রিটার্নে উল্লেখ করার একটি ঘর থাকবে। অনেকে লাখ টাকা বা তার বেশি মূল্যের পশু কোরবানি করলেও সেটির আর্থিক বিবরণ রিটার্নে দেন না। এবার থেকে এক লাখ টাকার বেশি ব্যয় করলে তা উল্লেখ না করলে তা তথ্য গোপন হিসেবে গণ্য হবে।

অনলাইনে রিটার্ন জমা পড়েছে ১৭ লাখের বেশি

গত ২২ অক্টোবর একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি, গাজীপুর, নারায়ণগঞ্জ, তফসিলি ব্যাংক, মোবাইল অপারেটর এবং বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে। অনলাইন রিটার্ন জমায় করদাতাদের আগ্রহ বাড়ছে, ইতিমধ্যে ১৭ লাখের বেশি অনলাইন রিটার্ন জমা পড়েছে।

রিটার্ন না দিলে আগামীতে অনেক সরকারি ও বেসরকারি সেবা থেকে বঞ্চিত হতে হবে। যেমন— ট্রেড লাইসেন্স গ্রহণ ও নবায়ন, ভিসার আবেদন, ২০ লাখ টাকার বেশি ঋণ, আমদানি-রপ্তানি, গ্যাস সংযোগ, পরিবেশ ছাড়পত্র, এমনকি ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তির ক্ষেত্রেও রিটার্ন জমা বাধ্যতামূলক করা হবে।

সরকার কর প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এবারের বাজেটে করদাতাদের ওপর নজরদারি জোরদার করতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Leave a Reply

scroll to top