রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে নবম শ্রেণি পাস এক যুবককে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আটককৃত ব্যক্তির নাম মো. আব্দুস সোবহান (পিতা: মো. ফারুক)। তিনি গাজীপুর জেলার শ্রীপুর থানার মাওনা চৌরাস্তার কেওয়া নতুন বাজার এলাকার বাসিন্দা।
ঘটনাটি ঘটে শুক্রবার (৯ মে) বেলা ১১টা থেকে ১২টার মধ্যে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান শাখা) পরীক্ষাকালে। পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম সন্দেহ করে যে পরীক্ষার রোল নম্বর ১৫৩৩৮৬-এর প্রকৃত পরীক্ষার্থী মো. আজমাইন ফাইকের পরিবর্তে অন্য কেউ পরীক্ষা দিচ্ছেন। তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কক্ষ থেকে তাকে বের করে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
জিজ্ঞাসাবাদে আব্দুস সোবহান প্রক্সি দেওয়ার বিষয়টি স্বীকার করেন। জানা যায়, প্রকৃত পরীক্ষার্থী ছিলেন দিনাজপুরের মো. শাহিনুর ইসলামের ছেলে মো. আজমাইন ফাইক। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্প ইনচার্জ আজিজুর রহমান স্বপন বলেন, “নবম শ্রেণি পাস একজন ব্যক্তি কীভাবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসেছেন, তা অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে থানায় মামলা করবে।”
এদিন গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটে বেরোবি কেন্দ্রের আওতায় ১১টি কেন্দ্রে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী কেন্দ্র পরিদর্শন শেষে জানান,
“উত্তরবঙ্গের সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী এবার পছন্দের কেন্দ্র হিসেবে বেরোবিকে বেছে নিয়েছে। সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি।”