মাত্র কয়েক বছরে বলিউডে নিজের জমি শক্ত করেছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। বলিপাড়ার তরুণ প্রজন্মের অন্যতন আলোচিত নায়িকা তিনি। তবে কেরিয়ারে এবং ব্যক্তিগত জীবনে অনেক বাধার মুখোমুখি হতে হয়েছে তাঁকে।
অনন্যা পান্ডে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, তখন বয়স ছিল মাত্র ১৮ বছর। তখন জানতাম না বলিউডে কীভাবে কাজ করতে হয়। এখানকার কাজের ধরন সম্পর্কে ওয়াকিবহাল ছিলাম না। যে যা বলতেন, তাই মেনে চলতাম। কোনো বিষয়ে নিজের মত ব্যক্ত করতে দ্বিধা করতাম।কিন্তু এখন এ ক্ষেত্রে অসুবিধা হয় না। কারণ, দীপিকার (পাড়ুকোন) কাছ থেকে এই সাহস পেয়েছি। তাঁর কাছ থেকে শিখেছি নিজের বক্তব্যকে কীভাবে পেশ করতে হয়, নিজের হয়ে কীভাবে রুখে দাঁড়াতে হয়। আমার জীবন ও ক্যারিয়ারের জন্য এটা একটা মূল্যবান শিক্ষা।’
অনন্যা বলেন, তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাও ছিল না অভিনয়ের ক্ষেত্রে। ছবি নির্মাণ সম্পর্কেও তার ধারণা স্পষ্ট ছিল না। এমনকি ‘ওয়াইড শট’ বা ‘ক্লোজ় শট’-এর পার্থক্য বুঝতেন না তিনি। জানতেন না কীভাবে ক্যামেরার সামনে কাজ করে। চাঙ্কিকন্যা বলেন, তিনি ভাবতেন— একবারে সব দৃশ্য ধারণ করে ফেলতে পারে ক্যামেরা। কোথায় অ্যাঙ্গেল, কোথায় আলো— কিছুই বুঝতেন না।
তিনি বলেন, ‘স্টুডেন্ট অব দি ইয়ার ২’ ছবিতে তাকে বিশেষভাবে সাহায্য করেছিলেন সহ-অভিনেতা টাইগার শ্রফ। তিনিই শিখিয়েছেন কীভাবে আলো নিতে হয়। অনন্যা অবশ্য এ অভিজ্ঞতায় খুশি। তিনি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন বলেও জানিয়েছেন।