৩৬ বছর পর ভারতের মাটিতে টেস্ট জয় নিউজিল্যান্ডের, ৮ উইকেটে হারল রোহিতরা

New-Project-2-2.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

ঘরের মাঠে যেন পা মাটিতেই পড়ছিল না ভারতীয় ক্রিকেট টিমের। টানা রেকর্ড সিরিজ জয়ের পর এমনটা হওয়া অস্বাভাবিক ছিল না। তবে এবার সেই উড়ন্ত ভারকে মাটিতে নামিয়ে ছাড়লো নিউজিল্যান্ড। ৩৬ বছর পর ভারতের মাটিতে টেস্ট ম্যাচ জিতল নিউজিল্যান্ড। তাও আবার ৮ উইকেটের বিশাল ব্যবধানে।

বৃষ্টি বাধায় প্রথমদিন পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় দিনের প্রথম ইনিংসে ৪৬ রানে অল আউট হয়ে যায় রোহিত শর্মার দল। প্রতিপক্ষকে এত কম রানে অলআউট করলেও লক্ষ্য বড় করতে ছাড়েনি কিউইরা। নিউজিল্যােন্ডের প্রথম ইনিংস থামে ৪০২ রানে।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করেছিল যশস্বী জয়সওয়ালরা। সারফারাজ খানের ১৫০, বিরাট কোহলির ৭০, রিশভ পান্তের ৯৯ রানের ইনিংসের উপর ভর করে বড় লিডের দিকেই এগোচ্ছিল ভারত। কিন্তু সারফারাজ আউট হওয়ার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতীয়দের ইনিংস।

শুরুতে ৩৫৬ রানে পিছিয়ে থাকা ভারত দল প্রতিপক্ষকে জেতার জন্য ১০৭ রানের লক্ষ্য দেয়। সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় টম ল্যাথামের দল।

নিউজিল্যান্ডের হয়ে দুই ইনিংসে আট উইকেট নিয়েছেন ম্যাট হেনরি।

Leave a Reply

scroll to top