শীতার্তদের জন্য সহমর্মিতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও কর্মসংস্থান ব্যাংকের সহযোগিতায় ঠাকুরগাঁওয়ে পাঁচ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদরের চৌধুরী হাট এবং বিকেলে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের উপমহাব্যবস্থাপক মো: মোখলেছুর রহমান।
এসময় বক্তারা বলেন, উত্তরের জেলাগুলোতে বরাবরই শীতের প্রকোপোতা বেশি থাকে তাই উত্তরের সাধারণ ও ছিন্নমূল মানুষের শীত নিবারণের ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের।
এছাড়াও উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার কর্মসংস্থান ব্যাংকের কর্মকর্তারা, মনোজ রায়, ইকবাল হোসেন, হুমায়ুন কবীর ও ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুর রহমান প্রমুখ।