চাকরি স্থায়ী করার দাবিতে শনিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীদের শাহবাগ অবরোধ চলমান রয়েছে। বিকেল সাড়ে চারটা পর্যন্ত শাহবাগ মোড়ে এক দফা দাবি নিয়ে অবস্থান করছেন তারা। ফলে তীব্র যানজট সৃষ্টি হয়েছে শাহবাগ ও এর আশপাশের রাস্তায়। ভোগান্তিতে পড়েছেন পথচারীরা।
জানা গেছে বিকেল চারটার আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে গিয়েছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীদের ছয়জনের একটি প্রতিনিধিদল। তারা জানিয়েছেন দাবি মেনে নেওয়া হলে কর্মসূচি থেকে সরে যাবেন তারা। আর দাবি না মানা হলে শাহবাগেই অবস্থান করবেন।