হা মা স নেতা ইয়াহিয়া সিনওয়ারের মৃ ত্যু র আলোচনার মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর বাসবভনে ড্রোন হা ম লা চালিয়েছে লেবাননের স শ স্ত্র গোষ্ঠী হি জ বু ল্লা হ। শনিবার (১৯ অক্টোবর) সকালে এই হা ম লা চালানো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে নে তা নিয়া হু র কার্যালয়।
ই স রা য়ে লি সেনাবাহিনী জানিয়েছে শনিবার সকালে তেল আবিবের উত্তরে সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবনকে লক্ষ্য করে লেবানন থেকে ছোড়া তিনটি ড্রোনের দুটি প্রতিহত করে বিমান বাহিনী। তবে তৃতীয়টি সরাসরি নেতানিয়াহুর বাসভবনে আ ঘা ত হানে। তবে হা ম লা র সময় ওই বাসভবনে ছিলেন না নেতানিয়াহু, তার স্ত্রী এমনকি তার পরিবারের কোন সদস্য। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ই স রা য়ে লি সেনাবাহিনীর দাবি, যে ড্রোনটি নে তা নি য়া হুর বাড়িতে গিয়ে পড়েছে সেটির সঙ্গে আরও দুটি ড্রোন তেলআবিবে পাঠিয়েছিল হি জ বু ল্লা হ।