অনেকদিন ধরেই টি-টোয়েন্টিতে ছন্দে নেই নাজমুল হোসেন শান্ত। ইনজুরির কারণে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজও খেলা হয়নি তার। অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিলো অধিনায়ক্ত ছাড়ছেন তিনি। গেল বছরের মাঝামাঝি সময়ে গুঞ্জন আরও চওর হয়েছিল অধিনায়ক থাকছেন না শান্ত। তবে সেবার আর সেই গুঞ্জন সত্য হয়নি। তবে নতুন বছরের শুরুতেই সংক্ষিপ্ত ফরম্যাটে নেতৃত্বের দায়িত্ব ছাড়ছেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ একটি গণমাধ্যমকে বলেছেন, “শান্ত ফাইনালি বলে দিয়েছে সে আর টি–টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবে না। আমরাও এটা মেনে নিয়েছি। তবে যেহেতু আপাতত আমাদের টি–টোয়েন্টি খেলা নেই, হাতে সময় আছে; এখনই নতুন অধিনায়ক নিচ্ছি না। তবে যদি চোটের সমস্যা না থাকে, ওয়ানডে ও টেস্টে শান্তই অধিনায়ক থাকবে। সেভাবেই কথা হয়েছে।”