বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে গত ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা। এরই মধ্যে বেশ কয়েকবার গুঞ্জন উঠে ভারত ছেড়েছেন তিনি। কখনো ডুবাই, কখনো মালয়েশিয়া গেছেন এমনটাও শোনা গিয়েছিল। তবে শেখ হাসিনা এখনও ভারতেই আছেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র।
ওই মুখপাত্র বলেছেন, ‘‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও ভারতেই রয়েছেন।’’
এদিকে হাসিনার ভারতের থাকার সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। পলাতক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দিল্লিতেই আছেন বলে সম্ভবনা প্রকাশ করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক কূটনৈতিক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, আমি যতটুকু আন-অফিশিয়ালি জানতে পেরেছি উনি সম্ভবত দিল্লিতেই আছেন।