দেশের মাটিতে শেষ টেস্ট খেলার সুযোগ করে দিতে বাংলাদেশ-সাউথ আফ্রিকা সিরিজের প্রথম টেস্টে দলে রাখা হয়েছিল সাকিব আল হাসানকে। বিদায়ী টেস্ট খেলতে দেশেও আসছিলেন সাকিব। কিন্তু মাঝপথেই থামতে হয় তাকে। নিরাপত্তা শঙ্কায় সাকিবকে দেশে ফিরতে পরামর্শ দিয়েছে বিসিবি। আর দেশেও ফিরছেন না সাবেক অধিনায়ক।
সাকিবের দেশে ফেরা, না ফেরা নিয়ে আলোচনা চলছিল তখনই তাকে দল থেকে বাদ দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ বরাবর স্মারকলিপি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। স্মারকলিপিতে বলা হয়, সাকিবকে খেলানো হলে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট চলাকালে মিরপুর ব্লকেডসহ কঠোর কর্মসূচি ঘোষণা হবে।
বৃহস্পতিবার কঠোর নিরাপত্তার মধ্যে মিরপুরে অনুশীলে এসেছে প্রোটিয়ারা। শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের বাইরে নিরাপত্তার বহর দেখে অবাক হয়েছিল টেম্বা বাভুমারা। প্রথম টেস্টকে সামনে রেখে এইডেন মার্করামের দল যখন অনুশীলনে ব্যস্ত, সেই সময়েই স্লোগান দিতে দিতে স্টেডিয়ামে প্রবেশ করে বিক্ষোভকারীরা।
ভেতরে দক্ষিণ আফ্রিকার অনুশীলন চলছে জানিয়ে এক পর্যায়ে পুলিশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলেও গণতান্ত্রিক অধিকার জানিয়ে প্রতিবাদ চালিয়ে যান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।