আগামী বছরের (২০২৫ সাল) সরকারি ছুটির তালিকায় বেড়েছে ঈদ এবং পূজোর ছুটি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের অনুমোদিত তালিকা অনুযায়ী আগামী বছরের পবিত্র ঈদুল আজহায় ছয় দিন ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি পাঁচ দিন করা হয়েছে। এ ছাড়া শারদীয় দুর্গাপূজার ছুটি দুই দিন করা হয়েছে।