দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক অধিযোগের ভিত্তিতে সাবেক রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম, তার স্ত্রী সাইদা হাকিম ও ছেলে আশিক মাহমুদ মিতুল এবং সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার স্ত্রী দিলশাদ নাহার কাকলির দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম ও তার স্ত্রী-সন্তানরা যাতে দেশের বাইরে যেতে না পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান বরাবর চিঠি দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম।
অপরদিকে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার স্ত্রী দিলশাদ নাহার কাকলির বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন দুদকের উপপরিচালক মো. জাকারিয়া। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে স্ত্রীসহ সাবেক সেনা প্রধান আজিজের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আসসামছ জগলুল হোসেনের আদালত।