ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজায় তিন গাড়িতে বাসের ধাক্কার ঘটনায় নিহত বেড়ে দাড়িয়েছে ছয়জনে। নিহত অপর ব্যক্তির নাম রেশমা আক্তার। শুক্রবার (২৭ ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে সন্ধ্যায় মারা গেছেন রেশমা বেগম।
বিষয়টি নিশ্চিত করে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ওয়ার্ড মাস্টার বেলাল হোসেন বলেন, ওই সড়ক দুর্ঘটনায় ১০ জনকে তাদের হাসপাতালে আনা হয়। এর মধ্যে পাঁচজন আগেই মারা যান। আহত পাঁচজনের মধ্যে তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে, দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তিনজনের মধ্যে গুরুতর আহত রেশমাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছিল। পরে তারা জানতে পারেন সেখানে রেশমার মৃত্যু হয়েছে।