২০১৩ সাল থেকে ঘরের মাঠে টানা ১৮টা টেস্ট সিরিজ জয় এবং পরপর দুবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ভারতকে ঘরের মাঠে সর্বনিম্ন রানে অলআউট করলো নিউজিল্যান্ডে। বেঙ্গালুরু টেস্টে কিউইদের বিপক্ষে ভারত অলআউট হয়েছে ৪৬ রানে। নিউজিল্যান্ডের বিপক্ষেও ভারতের এটিই সবচেয়ে কম রানে আউট হওয়ার নজির। তবে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ৩য় সর্বনিম্ন রান এটি।
ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন ভেস্তে যায় বৃষ্টির কারণে। দ্বিতীয় দিনের শুরুতেই ভারতীয় ব্যাটিং লাইনাপের উপর চড়াও হয় কিউই পেস বোলাররা। বিরাট কোহলি, রোহিত শর্মাসহ শূণ্য রানে সাজঘরে ফেরেনে পাঁচ ভারতীয় ব্যাটার। ভারতের হয়ে ৪৯ বলে সর্বোচ্চ ২০ রান করেছেন রিশাভ পান্ত। ৬৩ বলে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান করেছেন ওপেনার যশস্বী জয়সওয়াল। বাকি ব্যাটারদের কেউ ছুতে পারেননি দুই অঙ্কের রান। ১০ উইকেট হারিয়ে ভারতের ইনিংস থেমেছে ৪৬ রানে। নিউজিল্যান্ডের হয়ে ৫ উইকেট নিয়েছেন ম্যাট হেনরি। উইলিয়াম ও’রুক নিয়েছেন ৪ উইকেট। টিম সাউদির পকেটে গেছে একটি উইকেট।
টেস্টে ভারতের সর্বনিম্ন স্কোর ৩৬। ২০২০ সালের ডিসেম্বরে অ্যাডিলেডে ভুলে যাওয়ার মতো রেকর্ড গড়েছিল তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২০ সালে ৩৬ আর ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ভারত করেছিল ৪২ রান। এর আগে দেশের মাটিতে ভারতের সর্বনিম্ন দলীয় স্কোর ছিল ৭৫ রান, দিল্লিতে ১৯৮৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।