চতুর্থ সন্তানের বাবা হতে যাচ্ছেন ব্রজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়র। ডিজিটাল ইনফ্লুয়েন্সার ব্রুনা বিয়ানকার্ডির সাথে দ্বিতীয় কন্যাসন্তানের প্রত্যাশা করছেন বিশ্ববিখ্যাত এই ফুটবলার। বুধবার ধর্মীয় উৎসবের (বড়দিন) দিনে জমকালো এক অনুষ্ঠানে এই সুসংবাদ দিয়েছেন বিয়ানকার্ডি-নেইমার।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নেইমারকে ট্যাগ করে চতুর্থ সন্তানের ঘোষণায় ব্রুনা বিয়ানকার্দি লিখেছেন, ‘আমরা দারুণ এক সময় যাপন করছি এবং আমরা আসাধারণ এক খবর না জানিয়ে পারছি না যে, তিনি (সৃষ্টিকর্তা) আমাদের অনুরোধ শুনেছেন এবং পরিকল্পনা পূরণ করেছেন। স্বাগতম কন্যা! তুমি সুখ ও সুস্বাস্থ্য নিয়ে আসো। আমরা আমাদের পরিবারকে আরও পূর্ণতা দেওয়ার অপেক্ষায় আছি। সৃষ্টিকর্তা সমস্ত খারাপ দৃষ্টি থেকে আমাদের রক্ষা করুন।’
বছর দুয়েক আগে প্রায় ছাড়াছাড়ি–ই হয়ে যাচ্ছিল নেইমার জুনিয়র ও বান্ধবী ব্রুনা বিয়ানকার্দির। সেই সম্পর্ক আবারও জোড়া লাগে এই যুগলের প্রথম সন্তান মাভির কল্যাণে। তারাই এবার নতুন সন্তানের প্রত্যাশা করছেন। ইতোমধ্যে তিন সন্তানের বাবা এই আল-হিলাল তারকা।