দেশের মাটিতে টেস্ট ক্যারিয়ারের ইতি টানার ইচ্ছে পোষণ করেছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নানা আলোচনা পর্যালোচনার পর নিজের শেষ টেস্ট খেলতে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন টাইগারদের পোস্টার বয়। তবে মাঝপথেই থামতে হলো তাকে। নিরাপত্তার স্বার্থে সাবেক অধিনায়ককে দেশে ফিরতে না করা হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরার পথে দুবাইয়ে এসে যাত্রাবিরতি দেন সাকিব। সেখান থেকে আজ বৃহস্পতিবার রাতে দেশে ফেরার কথা ছিল তার। কিন্তু সেখানেই থামতে হয়েছে তাকে। নিরাপত্তা শঙ্কার কথা বিবেচনায় রেখে তার ঢাকায় আগমন আপাতত বন্ধ রাখা হয়। জানানো হয়েছিল, সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পেলেই কেবল দেশে পা রাখবেন সাকিব।
জানা গেছে এরই মধ্যে সাকিবের সাথে দেখা করেছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। বিপিএল ড্রাফটের পর আইসিসির বৈঠকে অংশ নিতে দুবাইয়ে গিয়েছিলেন ফারুক। সেখানেই সাকিবের দেশে আসা প্রসঙ্গে হয়েছে বৈঠকও। সাকিব কি আদও দেশের মাটিতে পা রাখতে পারবেন? নাকি কানপুরে ভারতের বিপক্ষে টেস্টই সাকিব আল হাসানের সাদা পোশাকে শেষ ম্যাচ?