বলিউড অভিনেতা বিবেক ওবেরয় কেনো আজীবন ‘সিঙ্গল’ থাকতে চেয়েছিলেন !

বিবেক.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

সম্প্রতি নিজের প্রেমজীবনের ওঠাপড়া প্রসঙ্গে উপলব্ধি ভাগ করে নিয়েছেন ‘সাথিয়াঁ’ ছবির ‌অভিনেতা। জানিয়েছেন, এক সময়ে প্রেম ভাঙার কারণে তিনি খুবই কষ্ট পেয়েছেন। শুধু তাই নয়, প্রেম ভাঙার পর অভিনেতা নাকি আর সম্পর্কে জড়াননি।নতুন প্রজন্মের সম্পর্ক নিয়ে পরামর্শ দিতে গিয়েই বিবেক তাঁর জীবনের অতীতকে ফিরে দেখেছেন।

বিবেক বলেন, ‘‘আমরা অনেক সময়েই মন ভাল করার পরিবর্তে আবেগের উপর জোর দিই। আমার সেই মনখারাপের অবস্থা প্রায় পাঁচ বছর ছিল। তার পর আমি প্রিয়ঙ্কাকে (বিবেকের স্ত্রী) খুঁজে পাই।’’

২০০৩ সালে ‘কিউ হো গায়া না’ ছবির সেটে ঐশ্বরিয়ার সঙ্গে বিবেকের প্রেম শুরু হয়। সেই সম্পর্ক চলেছে বছর দুয়েক।কিন্তু বিবেক পরে দাবি করেন, ঐশ্বরিয়ার প্রাক্তন সালমান খান তাকে ফোনে হুমকি দেন। ২০০৫ সালে ঐশ্বরিয়া-বিবেকের বিচ্ছেদ হয়। ২০১০ সালে প্রিয়াঙ্কা আলভার সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন বিবেক। দম্পতির এক পুত্র ও এক কন্যা রয়েছে।

Leave a Reply

scroll to top