আবারও ১০ ডিগ্রির নিচে নামলো পঞ্চগড়ের তাপমাত্রা

New-Project-1-3.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

আবারও ১০ ডিগ্রির নিচে নেমেছে উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা। সোমবারের তুলনায় মঙ্গলবার জেলার তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এর আগে, সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

এ বিষয়ে তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের সহকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, “মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯%। সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।”

চলতি মাসের ১৩ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর টানা ৬ দিন শৈত্যপ্রবাহের কবলে পড়েছিল “হিমালয়কন্যা” খ্যাত পঞ্চগড় জেলা। আবহাওয়া অফিসের তথ্যমতে, জেলায় গত ১৩ ডিসেম্বর ৮.৪ ডিগ্রি, ১৪ ডিসেম্বর ৯.২ ডিগ্রি, ১৫ ডিসেম্বর ৯.৫ ডিগ্রি, ১৬ ডিসেম্বর ৯.৪ ডিগ্রি, ১৭ ডিসেম্বর ৯.১ ডিগ্রি এবং ১৮ ডিসেম্বর ৮.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

Leave a Reply

scroll to top