নোয়াখালী সুবর্ণচরে জেন-জি ডবল হুন্ডা কাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

New-Project-102.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ‘তারুণ্যের চরবাটা’র আয়োজনে নোয়াখালীর সুবর্ণচরের সৈকত সরকারি কলেজ মাঠে উদ্বোধন হলো জেনারেশন – জেড ডবল হুন্ডা কাপ ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৪। গত ২৩ ডিসেম্বর (সোমবার) বেলা ২ টায় সুবর্ণচরের ঐতিহ্যবাহী সৈকত সরকারি কলেজ মাঠে শতশত দর্শকের উপস্থিতিতে ব্যাপক আয়োজন ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে টুর্ণামেন্টটির শুভ উদ্বোধন সম্পন্ন হয়।

ধারাভাষ্যকার কাজল কালোর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈকত সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোনায়েম খান ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈকত সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন, চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক লায়ন সাইফুল ইসলাম সুমন, বিশিষ্ট রাজনীতিবীদ আব্দুর রহমান খোকন, চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার দাস,সহকারী প্রধান শিক্ষক হাফিজ আহম্মেদ, শহীদ জয়নাল আবেদিন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজি নজরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক শিমুল চন্দ্র দাস। এছাড়াও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির অন্যতম উপদেষ্টা কবি ও সাংবাদিক হানিফ মাহমুদ, পরিচালনা কমিটির সদস্য তারেক মোহাম্মদ শরীয়ত উল্যাহ সহ আরো অনেকে।

উদ্বোধনী ম্যাচ এ দুটি শক্তিশালী দল মুখোমুখি হয়। দল দুটি হলো ‘ইয়ং স্টার স্পোর্টিং ক্লাব’ এবং চৌরাস্তা বয়েজ ক্রিকেট ক্লাব’। এতে ইয়ং স্টার স্পোর্টিং ক্লাব ৫ উইকেটের বিশাল ব্যাবধানে নিজেদের প্রথম ম্যাচ জয়ের মধ্য দিয়ে টুর্ণামেন্টে দূরন্ত সূচনা করে। উক্ত ম্যাচ এ ৩৮ বলে ৮২ রান এর অসাধারণ এক ইনিংস খেলে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় ইয়ং স্টার ক্লাবের খেলোয়াড় আরিয়ান আমির।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ বলেন- শরীর সুগঠিত রাখতে এবং মাদকসহ নানা অন্যায় অনিয়ম ও খারাপ কাজ থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। এসময় অতিথিগণ টুর্ণামেন্ট আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করে এধরণের টুর্ণামেন্ট আরো বেশী বেশী আয়োজনের তাগিদ দেন।

Leave a Reply

scroll to top