’মেয়েদের গল্প’ থেকে সরে দাঁড়ালেন বাঁধন, কিন্তু কেনো ?

AZMERI-HAQUE-BADHON.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

টলিউড ও বলিউডের অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছেন আজমেরী হক বাঁধন। একজন বাংলাদেশী অভিনেত্রী ও মডেল। তিনি ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার সুন্দরী প্রতিযোগিতায় রানার-আপ হওয়ার মাধ্যমে পরিচিতি লাভ করেন।

কোটা সংস্কার আন্দোলনে পরিচিত মুখ ছিলেন তিনি। প্রতিবাদের স্বরে অভিনেত্রী বলেন, ‘যে রাষ্ট্র প্রকাশ্যে নিরীহ মানুষের উপর নির্বিচারে গুলি চালায়, যে রাষ্ট্র নির্বিচারে গণগ্রেপ্তার করে; সে রাষ্ট্র কখনওই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রতিচ্ছবি হতে পারেনা।

চলতি বছর মেয়েদের গল্প নামে একটি সিনেমায় অভিনয় করার কথা ছিল অভিনেত্রীর। চিত্রনায়ক সোহেল চৌধুরী ও চিত্রনায়িকা দিতির মেয়ে লামিয়া চৌধুরীর নির্মাণ করার কথা ছিল সিনেমাটি। এবার জানা গেল মেয়েদের গল্প সিনেমায় থাকছেন না তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন লামিয়া চৌধুরী।সিনেমায় না থাকার বিষয়ে বাঁধন বলেন, আমি এখন আর সে সিনেমার সঙ্গে নেই। সুতরাং সিনেমাটি নিয়ে এর বেশি কিছু এখন আর বলতে চাই ।
বাঁধন বিস্তারিত না বললেও কথা বলেছেন লামিয়া চৌধুরী। তিনি বলেন, ‘একটি সিনেমায় বেশকিছু বিষয় থাকে। বিশেষ করে ব্যবসার দিকটা আগে বিবেচনা করতে হয়। সেটাসহ আরও বিভিন্ন কারণে আমাদের চুক্তিটা হয়নি। আজমেরী হক বাঁধনের সঙ্গে যে সিনেমাটি হওয়ার কথা ছিল সেটা আপাতত হচ্ছে না।’

বছর দশেক আগে সিনেমাটির কথা তার মা দিতিকে বলেছিলেন লামিয়া। তিনি ছবিটি প্রযোজনা এবং এতে অভিনয় করবেন বলেও কথা দিয়েছিলেন। কিন্তু ২০১৬ সালে দিতির মৃত্যুর কারণে সব থমকে যায়। যেহেতু এই সিনেমার সঙ্গে তার মায়ের স্মৃতি জাড়িয়ে আছে তাই কাজটি শেষ করতে চান তিনি।
লামিয়ার কথায়, ‘মা বেঁচে থাকতে গল্পটা আমরা শুরু করি। তারপর স্ক্রিপ্ট-গান নিয়ে আমি এই গল্পটার পেছনে কাজ করেছি। এই গল্পটার সঙ্গে আমার অনেক শ্রম জড়িয়ে আছে। যাদের সঙ্গে মিলবে তাদের নিয়ে কিছুটা দেড়ি হলেও এই কাজটা আমি শেষ করতে চাই। আশাকরি নতুন বছরে সুসংবাদ দিতে পারব।

Leave a Reply

scroll to top