৫ আগস্টকে প্রাধান্য দিয়ে আসছে নতুন জাতীয় দিবস

New-Project-6.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

৭ মার্চ, ১৭ মার্চ, ১৫ আগস্টসহ বাদ দেওয়া হচ্ছে আটটি জাতীয় দিবস। বুধবার (১৬ অক্টোবর) সকালেই এই বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ বিভাগ। এবার জুলাইয়ে গণঅভ্যুথানকে গুরুত্ব দিতে ৫ আগস্টকে প্রাধান্য দিয়ে আসছে নতুন দিবসের ঘোষণা।

বুধবার সচিবালয়ে আটটি জাতীয় দিবস বাতিল করা প্রসেঙ্গে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এই তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।

নাহিদ বলেন, ‘জুলাই অভ্যুত্থানের গুরুত্ব হিসেবে কোনো কোনো দিবস প্রতিষ্ঠিত করা হতে পারে। আপাতত ৫ আগস্টকে প্রাধান্য দিয়ে একটি জাতীয় দিবস প্রতিষ্ঠা করা হচ্ছে।’

বাতিল হওয়া আট দিবসের মধ্যে ছয়টি দিবসই ছিল শেখ পরিবারের সাথে কোন না কোন সদস্যের সাথে সম্পৃক্ত। যার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তিন দিবস। নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে আওয়ামীলীগ শেখ মুজিবুর রহমানে সুনাম নষ্ট করেছেন উল্লেখ করে আইসিটি উপদেষ্টা বলেন, “আওয়ামী লীগ ইতিহাসকে নষ্ট করে ফেলেছে। শেখ মুজিবুর রহমানকেও তো আওয়ামী লীগই নষ্ট করে ফেলেছে।যেভাগে তার মূতি করে তার পূজা বাংলাদেশে শুরু করেছে, এটা একটা ফ্যাসিস্ট আইডিওলজির অংশ হয়ে গেছে। একটা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে সরকার, যে নতুন বাংলাদেশ সেখানে তো আমরা এই ফ্যাসিস্ট প্রবণতাগুলো রাখতে পারি না।”

শেখ মুজিবুর রহমান জাতির জনক নয় উল্লেখ করে নাহিদ বলেন, “এই ভূখণ্ডে অনেকের ভূমিকা আছে, অনেকেই লড়াই করেছেন। ১৯৪৭, ‘৫২, ৭১-এ অনেকের অবদান আছে। একজন জাতির পিতা না, অনেক ফাউন্ডিং ফাদার্স রয়েছে।”

Leave a Reply

scroll to top