শুধু লোক দেখানো পরিবর্তন নয়, সবাইকে সুযোগ করে দেয়াই সরকারের প্রধানতম লক্ষ্য : সুপ্রদীপ চাকমা

New-Project-27-5.jpg
নিজস্ব প্রতিবেদক

শুধু লোক দেখানো পরিবর্তন নয়, সবাইকে কথা বলার সুযোগ করে দেয়াই হলো সরকারের প্রধানতম লক্ষ্য বললেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা।

শনিবার (২১ ডিসেম্বর) বিকালে রাঙ্গামাটি সদরে মোনঘর প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন ।
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা সবসময় বলে থাকেন- ৫ই আগস্টের পরিবর্তন এসেছে সবার জন্য। প্রধান উপদেষ্টা গত ১১ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তাদেরকে একটি আধুনিক পরিবর্তনশীল বৈসম্যমুক্ত সমাজ, দেশ ও রাষ্ট্র গড়ার প্রত্যয় নিয়ে পার্বত্য চট্টগ্রাম পরিচালনার আহ্বান জানিয়েছেন। আমরা সেই লক্ষ্যেই এগিয়ে চলেছি বলে জানালেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা জনাব সুপ্রদীপ চাকমা।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, পার্বত্য এলাকার আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে আমাদের দায় দায়িত্ব রয়েছে। উপদেষ্টা বলেন, আমরা সবাই একসাথে এগিয়ে যেতে চাই। আমি চাই পার্বত্য অঞ্চলে কোয়ালিটি education, এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট ও লাইভলিহুড এর উপর কাজ করতে। তিনি এই বিষয়ে সকলের সহযোগিতা চান।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহায়তায় মোনঘর আবাসিক বিদ্যালয় ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ ছাত্রাবাসে এতিম ও দুর্গম এলাকার ছাত্ররা থাকার সুযোগ পাবে।

Leave a Reply

scroll to top