সিরাজগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে একজনকে কুপিয়ে হত্যা

New-Project-20-4.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

সিরাজগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. আব্দুল বারিক নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহত আব্দুল বারিক সদর উপজেলার বহুলি গ্রামের বাসিন্দা।

গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে সদর উপজেলার বহুলি বাজারে এই ঘটনা ঘটে। শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ন কবির।

তিনি বলেন, বহুলি গ্রামের বিএনপির কর্মী আব্দুল বারিকের সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের নুরনবী গ্রুপের জমি নিয়ে বিরোধ চলছিল। নিহত বারিকের ছেলে শফিকুল ইসলাম থানায় অভিযোগ করলে ক্ষুব্ধ হন নুরনবী ও তার সহযোগীরা। পরে তারা দেশীয় অস্ত্র নিয়ে বা‌রি‌কের ওপর হামলা চালান। এ সময় আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় থানায় মামলা দা‌য়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

scroll to top