ঘন কুয়াশার কারণে নৌপথের দুর্ঘটনা এড়াতে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) ভোরে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) হরিনা ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ফয়সাল আহমেদ ।
এর আগে, শুক্র বার (২০ ডিসেম্বর) রাত ১২টার পর থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় হরিনা বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।
মো. ফয়সাল আহমেদ বলেন, শুক্রবার মধ্যরাত থেকে নদী ও আশপাশের এলাকাজুড়ে প্রচণ্ড কুয়াশার দেখা দিয়েছে। নদীপথে দুর্ঘটনা এড়াতে রাত ১২টার পর থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কোনো ফেরি নদীতে আটকা পড়েনি। কুয়াশার ঘনত্ব কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে। উল্লেখ্য চাঁদপুর- শরিয়তপুর নৌ রুটে মোট ৫ টি ফেরি নিয়মিত চলাচল করে থাকে।