পুলিশের চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

New-Project-7-3.jpg
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান, অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলামসহ চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে উপসচিব আবু সাঈদ করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। এছাড়া দুইজন ডিআইজি ও একজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
ঢাকা পুলিশ স্টাফ কলেজের উপ-পুলিশ মহাপরিদর্শক মো. গোলাম রসুলকে এসবিতে, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারকে শিল্পাঞ্চল পুলিশে এবং ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

Leave a Reply

scroll to top