কোনো ধরনের গড়িমসি ছাড়া অবিলম্বে বিডিআর হত্যাকাণ্ডের বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিব আহমেদ নামে এক ব্যক্তির পোস্ট শেয়ার করে তিনি এ কথা বলেন।
এর আগেও বিডিআর হত্যাকাণ্ডের বিচারে ‘গড়িমসি’কে সন্দেহের চোখে দেখছেন বলে মন্তব্য করেছিলেন হাসনাত আবদুল্লাহ। গত ১৫ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
সেদিন বিকেল ৫টায় দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, ‘বিডিআর হত্যাকাণ্ড দিয়ে আওয়ামী লীগের ফ্যাসিস্ট হয়ে ওঠার যাত্রা শুরু হয়েছিল। বিডিআর হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে গড়িমসিকে আমি সন্দেহের চোখে দেখি। ’