বাবা হলেন জাতীয় দলের পেসার শরীফুল ইসলাম। মঙ্গলবার সকালে শরীফুল-চাঁদনি দম্পতির ঘর আলো করে এসেছে পুত্র সন্তান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে শরীফুল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আজকে সকাল ৮:৩৫ এ আমাকে ছেলে সন্তান দিয়েছেন। মা ও ছেলে সুস্থ আছে। সবাই দোয়া করবেন।’
চোটের কারণে ভারত সিরিজ খেলতে না পারলেও আসন্ন সাউথ আফ্রিকা সিরিজে অনেকটাই নিশ্চিত শরীফুল। ঘরের মাঠে প্রোটিয়াদের আতিথ্য দেওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে টাইগাররা।