ভান্ডারিয়া চাউল পট্টিতে আগুন, কোটি টাকার ক্ষয়ক্ষতি

New-Project-54-3.jpg
নিজস্ব প্রতিবেদক

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভান্ডারিয়া বাজারে চাউল পট্টিতে গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট এর মাধ্যমে আগুন লেগে ০৯টি দোকান পুড়ে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। মঙ্গলবার (১৭ডিসেম্বর) আনুমানিক রাত ০৩টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়লে ০৯টি দোকান ও দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ভান্ডারিয়া উপজেলা ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত ০৯টি দোকানের মধ্যে ০২টি মুদি দোকান, ০২টি সেলুন,০২টি ফার্নিচার, ০১টি ইলেকট্রনিক্স এর দোকান, ০১টি চালের দোকান ও ০১টি খাবারের দোকান রয়েছে। ০৯টি দোকানের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধ কোটি টাকা বলে স্থানীয়দের মাধ্যমে জানা যায়।

Leave a Reply

scroll to top