মস্কোতে বোমা বিস্ফোরণে রুশ পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত

New-Project-2024-12-16T233908.994.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

মস্কোতে বোমা বিস্ফোরণে রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ নিহত হয়েছেন। রাশিয়ার তদন্ত কমিটি এই তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোতে একটি ইলেক্ট্রিক স্কুটারে বোমা লুকিয়ে রাখা হয়। সেখানের বিস্ফোরণে নিহত হন ইগর কিরিলভ।

রুশ কর্মকর্তারা জানিয়েছেন, ক্রেমলিন থেকে সাত কিলোমিটার (৪ মাইল) দক্ষিণ-পূর্বে রিয়াজনস্কি প্রসপেক্টরের একটি অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে রাশিয়ার পারমাণবিক, রাসায়নিক ও জৈবিক সুরক্ষা ব্রিগেডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভকে হত্যা করা হয়েছে।

আল জাজিরা বলছে, রাশিয়ার নিউক্লিয়ার, বায়োলজিক্যাল, কেমিক্যাল ডিফেন্স ফোর্সেসের (এনবিসি) প্রধান মঙ্গলবার একটি অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে বিস্ফোরণে নিহত হয়েছেন।

বিবিসি বলছেন, কিরিলভ যখন তার বাসভবন ত্যাগ করছিলেন তখন স্কুটারে লুকানো বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এই বিস্ফোরণেই নিহত হয়েছেন ইগর কিরিলভ।

Leave a Reply

scroll to top