এক থেকে দুই মাসের মধ্যে, ছাত্র-জনতার পক্ষ থেকে রাজনৈতিক দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহবায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। তিনি বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী এক-দুই মাসের মধ্যে একটি রাজনৈতিক দল উপহার দেবে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর গণমাধ্যমে কথা বলার সময় এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এ সময় নাসীরুদ্দীন বলেন, এবারের বিজয় দিবস একদিক দিয়ে আমাদের আনন্দের, আবার বেদনারও। এ কারণে আনন্দের যে, আমরা ভারতীয় আগ্রাসনমুক্ত এবং মুজিববাদী-ফ্যাসিবাদী যে শক্তি রয়েছে, সেসব বাংলাদেশ থেকে উৎখাত করে হাজির হয়েছি এই বিজয় উদযাপনে।
তিনি বলেন, তবে দিল্লির যে আচরণ, তাদের মধ্যে মুজিববাদ টিকিয়ে রাখতে আগ্রাসী মনোভাব রয়েছে, এ নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। ওই প্রান্তে হাসিনা বসে বসে ষড়যন্ত্র চালাচ্ছে। এ ব্যাপারে দেশের যুবসমাজকে আরও সতর্ক হতে হবে। যে লড়াই, তা ঐক্যবদ্ধভাবে সবাইকে চলমান রাখতে হবে।