ভোলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

New-Project-45-2.jpg
নিজস্ব প্রতিবেদক

বিপুল উৎসাহ উদ্দীপনা, যথাযোগ্য মর্যাদায় ভোলায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস।

সোমবার(১৬ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ এবং যুগিরঘোল বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. আজাদ জাহান ও পুলিশ সুপার মোঃ শরীফুল ইসলাম। পরে একে একে জেলার সরকারি-বেসরকারি কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। সকাল সাড়ে ৯টায় ভোলা সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা অবমুক্তকরণ, পুলিশ আনসার, ভিডিপি, বিএনসিসি, স্কাউট, শিশু পরিবার, গালর্স গাইডসহ বিভিন্ন প্রতিষ্ঠান বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রর্দশন করে।

Leave a Reply

scroll to top