২০২৪’র বিজয় আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে: উপদেষ্টা নাহিদ

New-Project-95-1.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ১৯৭১ সালে স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। ২০২৪ এর বিজয় আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে।

সোমবার (১৬ই ডিসেম্বর) সাভারে জাতীয় স্মৃতিসৌধে উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন।

দেশবাসীকে মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ২০২৪-এর বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদমুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে। মহান স্বাধীনতা সংগ্রাম ও জুলাই গণঅভ্যুত্থানের সকল শহিদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে উপদেষ্টা নাহিদ ইসলাম ফ্যাসিজম ও আধিপত্যবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

scroll to top