নিজ নিজ দায়িত্ব পালনই শহীদদের রক্তের ঋণ শোধের উপায়

New-Project-27-4.jpg
নিজস্ব প্রতিবেদক

শহীদদের রক্তের ঋণ শোধ করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তিনি বলেছেন, এটিই শহীদদের রক্তের ঋণ পরিশোধের ন্যূনতম উপায় হতে পারে।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শনিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
উপাচার্য বলেন, এই দেশ আত্মত্যাগের বিনিময়ে গড়ে উঠেছে। বহু মানুষের রক্তের ঋণে আজ আমরা এখানে। শহীদ বুদ্ধিজীবীরা তাদের প্রাণের বিনিময়ে এই দেশ আমাদের দিয়ে গেছেন। শহীদ বুদ্ধিজীবীদের রক্তের ঋণ স্বীকার করতে হবে। তাদের রক্তের মূল্য দিতে হবে আমাদের দায়িত্বশীলতার মাধ্যমে। তাদের আত্মদানকে জাতীয় জীবনে ধারণ করে দেশ গঠনের কাজে আমাদের আত্মনিয়োগ করতে হবে।

তিনি বলেন, ১৯৫২ থেকে শুরু করে ১৯৬৯ এর গণঅভ্যুত্থান, ৭১ এর মুক্তিযুদ্ধ, ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন ও সর্বশেষ ২০২৪ এর ছাত্র-জনতার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ছিল সবচেয়ে অগ্রগণ্য।

Leave a Reply

scroll to top