বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা

New-Project-73-1.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

বিশ্বের ১২৬টি শহরের মধ্যে আজ শনিবার বায়ুদূষণে শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আইকিউএয়ারের বাতাসের মান সূচকে এসময় ঢাকার স্কোর ২৮৫।

শনিবার (১৪ ডিসেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বায়ুদূষণের এই তথ্য তাদের ওয়েবসাইটে হালনাগাদ করেছে।

২২৪ স্কোর নিয়ে ২য় স্থানে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। বাতাসের মানসূচকে যা ‘খুবই অস্বাস্থ্যকর’। অন্যদিকে ২০১ স্কোর নিয়ে তালিকার ৩য় স্থানে অবস্থান করছে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাতার।

বায়ুদূষণে ৪র্থ‌ ও ৫ম অবস্থানে যথাক্রমে আফগানিস্তানের রাজধানী কাবুল ও উগান্ডার রাজধানী কামপালা। শহর ২টির স্কোর যথাক্রমে ১৯৪ ও ১৯১। এই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। তালিকার ৬ষ্ঠ স্থানে ১৮১ পয়েন্ট নিয়ে ‘অস্বাস্থ্যকর’ বাতাসের শহর আজ ভারতের রাজধানী দিল্লি।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

ঢাকার বায়ুদূষণ থেকে বাঁচতে আইকিউএয়ার যে পরামর্শ দিয়েছে, তার মধ্যে আছে ঘরের বাইরে গেলে সংবেদনশীল গোষ্ঠীর মানুষদের মাস্ক পরতে হবে। এ ছাড়া ঘরের বাইরে ব্যায়াম না করারও পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

scroll to top