মামলা শেষ হলেই দেশে ফিরবেন তারেক রহমান

New-Project-67-1.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

মামলার কার্যক্রম শেষ হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

লন্ডন থেকে দেশে ফিরে বৃহস্পতিবার দুপুর বেলা ১টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি এই কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে বিজয় এসেছে তা রক্ষা করার নির্দেশনা দিয়েছেন তিনি। আর মামলা শেষ হলে তিনি দেশে ফিরবেন।

দেশবাসীর উদ্দেশ্যে তারেক রহমান বার্তা প্রসঙ্গে তিনি বলেন, যে বিজয় অর্জিত হয়েছে তা ধরে রাখতে সবার প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। দেশের অস্থিরতা নিরসন একমাত্র নির্বাচিত সরকারই করতে পারে। নূন্যতম সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে।

Leave a Reply

scroll to top