ভারত প্রতিবেশী কিন্তু বন্ধু হতে পারেনি

New-Project-4-2.jpg
নিজস্ব প্রতিবেদক

ঢাকা থেকে আগরতলা অভিমুখী বিএনপির তিন অঙ্গসংগঠনের লংমার্চ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে। সমাবেশ থেকে ভারতকে প্রভুত্বসুলভ আচরণ ছাড়ার পরামর্শ দিয়ে বন্ধুত্বের আহ্বান জানানো হয়। ভারত প্রতিবেশী কিন্তু বন্ধু হতে পারেনি মন্তব্য করে বক্তারা সব ধরনের ষড়যন্ত্র বন্ধে ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বুধবার বেলা চারটার দিকে ঢাকা থেকে আসা লংমার্চের গাড়িবহর আখাউড়ায় প্রবেশ করে। তবে যানজটের কারণে সব গাড়ি বন্দর এলাকায় পৌঁছাতে পারেনি।
এর আগে বুধবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ লংমার্চ শুরু হয়। রাজধানী ছাড়াও দেশের একাধিক জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আখাউড়া আসতে থাকেন। দুপুরে বন্দর এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সমাবেশ শুরু হয়। নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের জনগণ কোনো দেশের প্রভুত্ব মেনে নেয়নি, ভারতের প্রভুত্বও মেনে নেবে না। দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করতে চাইলে তা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কর্মীরা প্রতিহত করবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

এদিন লংমার্চ পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এস জিলানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফখরুল ইসলামসহ আরও অনেকে।

Leave a Reply

scroll to top