অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়া সাত বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের অনুমিত দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে দণ্ডও স্থগিত করেছেন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রধান বিচারপতির সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ সাজা স্থগিত করে আসামিদের আপিল গ্রহণ করেন।
এর আগে সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় ২০১৩ সালে নভেম্বরে বিচারিক আদালত তারেক রহমানকে খালাস দেয় এবং গিয়াস উদ্দিন আল মামুনকে সাত বছরের সাজা হয়।