পিরোজপুরে যৌথ বাহিনীর অভিযানে ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

New-Project-90.jpg
নিজস্ব প্রতিবেদক

পিরোজপুর শহরের মধ্যরাস্তা এলাকায় সেনাবাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ইয়াবা ও গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার (০৯ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারি পিতা-পুত্রকে ১০পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও নগদ টাকা সহ গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মধ্য রাস্তা এলাকার মোঃ হাজী আলম শেখের ছেলে পুলিশের সাবেক সদস্য মোহাম্মদ ওবায়দুল কাইয়ুম শেখ (৪৫) এবং তার ছেলে মোহাম্মদ শফিক শেখ( ২০)

পিরোজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ বাবুল সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের মধ্যরাস্তা এলাকায় সেনাবাহিনী,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে ০২জনকে ইয়াবা ও গাজাসহ তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের বাসা থেকে ১০ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও নগদ ৫৫ হাজার ৫০টাকা উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তারা এলাকায় অবৈধ মাদক কারবারি চালিয়ে আসছিল। অভিধানে পিরোজপুর সদর উপজেলা সেনাবাহিনীর ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট এস কে আদনান মাহমুদসহ সেনা সদস্যদের একটি টিম উপস্থিত ছিল।

Leave a Reply

scroll to top