কুমিল্লার দাউদকান্দিতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারী ও দুই শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।
শনিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার ইলিয়টগঞ্জের দৌলতপুর ও আমিরাবাদ-সাচার সড়কের মহানন্দ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এর মধ্যে সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-কচুয়া সড়কে উপজেলার শায়েস্তানগরের কাছে বাসের চাপায় ট্রাক্টরের দুই শ্রমিক নিহত হন। এদিন সকাল সাড়ে ১০টার দিকে একই উপজেলার দৌলতপুর এলাকায় বাসের চাপায় অটোরিকশার তিন যাত্রী প্রাণ হারান। তাদের মধ্যে একজন শিশু ও দুজন নারী রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে উপজেলার ইলিয়টগঞ্জ দৌলতপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফিডার সড়ক থেকে উঠার সময় সিএনজিকে ঢাকাগামী অনির্বাণ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুই শিশুর মৃত্যু হয়।
নিহতরা হলেন— উপজেলার বাসরা গ্রামের সোনা মিয়ার স্ত্রী সালেহা বেগম, তার মেয়ে মায়ানুর বেগম (৩০), নাতনি জিয়ানা (১০) ও নাতি তানভীর (৫)।
অপর দুর্ঘটনায় আমিরাবাদ সাচার সড়কের মহানন্দ এলাকায় আল আরাফা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ইটবোঝাই একটি ট্রাক্টরকে চাপা দিলে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাক্টরে থাকা দুজন ইট শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন।
নিহতরা হলেন— দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের হাটচান্দিনা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে বোরহান উদ্দিন (১৮), জামালপুর জেলার মো. আলী ওরফে সোহেল (৩৫)।