গ্লোবাল সুপার লিগের ফাইনালে অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়াকে হারিয়ে ইতিহাস গড়ে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন হল রংপুর রাইডার্স। শনিবার ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে ভিক্টোরিয়াকে ১৭৯ রানের লক্ষ্য দিয়েছিল রংপুর। যেখানে ৫ ছক্কা ৭ চারে অপরাজিত ৮৬ রানের অনবদ্য এক ইনিংস খেলেছেন সৌম্য সরকার। ৩৩ বলে পঞ্চাশ ছোঁয়া এই বাঁহাতি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫৪ বলে ৮৬ রান করে। এছাড়া ৪৯ বলে ৬৮ রান করেছেন স্টিভেন টেইলর।
১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ৭ ওভারের মধ্যে ১ উইকেটে ৬৫ রান তুলে কক্ষপথেও ছিল অস্ট্রেলিয়ার দলটি। কিন্তু পরের পাঁচ ওভারের মধ্যে ৫ উইকেট হারিয়ে ১২ ওভারে ৬ উইকেটে ৮৯ রানে পরিণত হয় ভিক্টোরিয়ার স্কোর। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। ১৮.১ ওভারে অলআউট হয় ১২২ রানে। ম্যাচসেরা হয়েছেন সৌম্য।