দুই-এক দিনের মধ্যে সুখবর আসছে : জামায়াত আমির

New-Project-42.jpg
নিজস্ব প্রতিবেদক

দেশের জনগণ আগামী দু-এক দিনের মধ্যে সুখবর পাবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে ঠিক কী ধরনের সুখবর, সে বিষয়ে তিনি কিছু স্পষ্ট করেননি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

অপপ্রচার মোকাবিলায় আমরা সরকারের সঙ্গে কাজ করব উল্লেখ সংলাপের বিষয়ে জামায়াতের আমির বলেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনও ছাড় নয়। সব ষড়যন্ত্র মোকাবিলা করতে আমরা ঐক্যবদ্ধ। সরকার যাতে যৌক্তিক সিদ্ধান্ত নেয়, সেটার জন্য আমরা সহযোগিতা করব।
তিনি বলেন, আমরা কারও পাতা ফাঁদে পা দেবো না। কারও কাছে মাথা নত করব না, আবার সীমা লঙ্ঘনও করব না। দু-একদিনের মধ্যে সুখবর পাবেন আশা করি।
তিনি বলেন, জাতীয় ঐক্যের ভিত্তিতে বিজয় এসেছে, চলমান ষড়যন্ত্রও আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করব। দেশি-বিদেশি গণমাধ্যমকে কাজে লাগিয়ে প্রোপাগান্ডার বিরুদ্ধে লড়তে হবে।

Leave a Reply

scroll to top