চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।
বুধবার (৪ ডিসেম্বর) সকালে চট্টগ্রামে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা গ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করতে এসে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের অবশ্যই বিচার করা হবে। দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সরকার সেসব পদক্ষেপ নিচ্ছে। অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। কোনো নিরপরাধ মানুষ যেন সাজা না পায় সেদিকেও সরকারের দৃষ্টি রয়েছে।
তিনি বলেন, ‘আমাদের গুজব থেকে যেকোনো মূল্যে সজাগ থাকতে হবে। যাতে শান্তি-শৃঙ্খলা, সম্প্রীতি–সৌহার্দ্য বিনষ্ট না হয় সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে।
কবর জিয়ারত শেষে সাইফুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন অ্যাটর্নি জেনারেল। এ সময় বাংলাদেশ বার কাউন্সিলের পক্ষ থেকে ৫ লাখ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে ৪ লাখ এবং ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ব্যক্তিগতভাবে ২ লাখ টাকার অনুদান মরহুমের পরিবারের কাছে হস্তান্তর করেন।