পুত্র সন্তানের বাবা হলেন মুস্তাফিজ

New-Project-11-1.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

পারিবারিক কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকবেন না সেটা আগেই জানিয়েছিলেন টাইগার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তবে কি কারণ সেটা তখন না জানা গেলেও এবার প্রকাশ্যে সেই কারণ। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই ছুটি নিয়েছেন। এবার দিলেন সুখবর। প্রথম সন্তানের বাবা হয়েছেন টাইগার এই পেসার।

বুধবার (৪ ডিসেম্বর) মুস্তাফিজ ও তার স্ত্রী সামিয়া পারভীন শিমুর ঘর আলো করে এসেছে পুত্র সন্তান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সুখবরটি জানিয়েছেন মুস্তাফিজ নিজেই।

এক পোস্টে বাঁহাতি পেসার লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আজ আমরা ছেলে সন্তান লাভ করেছি। বাচ্চা এবং মা দুজনেই সুস্থ আছে। তাদের জন্য দোয়া করবেন।’

২০১৯ সালের মার্চে শিমুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মুস্তাফিজ। সম্পর্কে শিশু ছিলেন তার মেজ মামা রওনাকুল ইসলামের মেয়ে। এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষায় ‘এ প্লাস’ পাওয়া শিমু সে বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) ভর্তি হন। বিয়ের পর স্নাতক শেষ করেন বাংলাদেশি তারকার স্ত্রী।

Leave a Reply

scroll to top