ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৫ মেডিকেল শিক্ষার্থী নিহত

New-Project-36.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

ভারতের কেরালায় যাত্রীবাহী বাসের সঙ্গে শিক্ষার্থীদের বহন করা গাড়ির মুখোমুখি সংঘর্ষে পাঁচ মেডিকেল শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার (২ ডিসেম্বর) রাত ১০টার দিকে কেরালার কালারকোডের কাছে এ দুঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের বহন করা গাড়িটি দুমড়ে মুড়চে গেছে। এছাড়া বাসটিরও ক্ষতি হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় নিহতদের বের করতে গাড়িটি কেটে ফেলতে হয়েছে।

নিহতরা হলেন মোহাম্মাদ, মুহসীন, ইব্রাহিম, দেবানন্দ এবং শ্রীদীপ। পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই বান্দানাম মেডিকেল কলেজে প্রথম বর্ষের এমবিবিএস শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তিনজন মারা যান। বাকি দুজনকে হাসপাতালে নেয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় গুরুতর আহত দুই শিক্ষার্থীকে আলাপপুজ্জা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছে, শিক্ষার্থীদের বহন করা গাড়িটি ওভারটেক করতে গেল বাসটির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

scroll to top